ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, August 11, 2020

"ননী বাবুর রান্না ঘর"

--শুভ জিত দত্ত

বাবুর বাড়ি রান্না ঘরে

হরেক পদে ঠাসা,

ননী বাবুর হাতের ছোঁয়ায়

রান্না হয় খাসা।

মসলা আছে কয়েক প্রকার

দিল্লি থেকে আনা,

জিরে থেকে শুরু করে

আছে আনাচ দানা।

সকাল থেকে শুরু হয়ে

চলছে রান্না বান্না,

একটু বেশি দিলেই কিছু

তিনি আবার খান্না।

কসা মাংস সরষে ইলিশ

শেষে আছে দই,

খাওয়া দাওয়া হলো তবে

টক গেল কই।

পস্ত দিয়ে রাঁধেন তিনি

কোনা বাড়ির আলু,

তিনি আবার খান না একা

থাকে সাথে লালু।।

No comments:

Post a Comment