ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, August 12, 2020

 


"পাশের পাড়া"

-শুভ জিত দত্ত

পাশের পাড়ার মানুষ গুলো

বড়াই করে বলে,

তাঁরাই নাকি সবার থেকে

সেরা বাক্য বলে।


দেখতে শুনতে তাঁরাই নাকি

সবার থেকে সেরা,

রুপে গুণে তারা আবার

হচ্ছে বিশ্ব সেরা।


বললে পরে মুখের পড়ে

ওমনি চেপে ধরে,

এদিক ওদিক দেখে শুনে

গলা টিপেই ধরে।


রাস্তার ধারে দেখা হলে

মুখ ঘুরিয়ে রাখে,

ওরাই আবার ভুল করলে

মুখে কাঁদা মাখে।


ওরাই নাকি ভালো আছে

পাশের পাড়ার থেকে,

গর্ব করে বলতে পারে

তারা মন থেকে।।







  


No comments:

Post a Comment