"কাদের_করেছো_পর"
-শুভ জিত দত্ত
যারা তোমার করলো বড়
তাদের দূরে ঠেলো,
সুখে দুঃখে ছিলো যারা
বাইরে তাদের ফেলো।
ছোটো থেকে পরম যত্নে
লালন করলো যারা,
বৃদ্ধাশ্রমে রাখলে তাদের
কেমন আছে তারা।
ভূলে গেলে তাদের তুমি
ছিলো যারা আপন,
এখন তুমি মস্ত বড়ো
তাদের করছো গোপন।
অভাব থেকে দূরে রেখে
যারা আনলো এখানে,
তাদের ছেড়ে কেমন করে
আছো তুমি ওখানে।
সম্পদ নিয়ে মহা ব্যস্ত
ভুলো আছো কাদের,
যারা করেছে তোমার জন্যে
খোঁজ রাখো তাদের।।
No comments:
Post a Comment