ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, August 14, 2020

 "কাকুর ছেলে"

-শুভ জিত দত্ত


পাশের বাড়ির কাকুর ছেলে

দেখতে শুনতে ভালা,

তাহার গায়ের রং টি বাবা

একটু খানি কালা।


কথাই কথাই লাগায় ঝগড়া

বলতে গেলে বাধা,

দেখে শুনে লাইন মারে

পটাই খালি রাধা।


কাকু খালি চিন্তাই থাকে

কবে হবে সাধা,

ছেলে বড় হলো তবে

থেকে গেলো গাধা।


চাঁপা বাজি করতে পারে

এরওর সাথে ভালোই,

অতিষ্ঠ থাকে তাহার উপর

পাশে থাকে যতোই।।

No comments:

Post a Comment