ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, August 31, 2020


 "রৌদ্রের ঝলকানি"

-শুভ জিত দত্ত


বাইরে প্রচুর গরম পরে

বৃষ্টির দেখা নাইরে,

জমে আছে অনেক কাজ

কেমন করে যাইরে।


সূর্য মামা মাথার উপর

হাহা করে হাসে,

গরম পড়লে একটু খেলে

মরতে হবে গ্যাসে।


গাছের পাতার নড়া চড়া

গরম এলে থামে,

রাস্তা দিয়ে চললে পড়ে

জীবন যায় ঘামে।


ওদিক থেকে বড়ো বাবু

রা রা করে আসে,

কলিগ গুলো তাইনা দেখে

ফেল ফেলিয়ে হাসে।


মেঘের সাথে বন্ধু করে

সূর্য মজা নেবে,

বৃষ্টির কবে আসবে নাকি

কেউ বলবে ভেবে।।

No comments:

Post a Comment