ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, August 22, 2020

 "প্রজাপতির অভিমান"

-শুভ জিত দত্ত

প্রজাপতি ছেয়ে গেছে

সারা আকাশ জুড়ে,

নতুন গানে গলা জড়িয়ে

গায়ছে নানা সুরে।

হঠাৎ করে রাগের চোটে

পাখির সাথে আড়ি,

খালি নাকি বলে ছিলো

কিসের তৈরি বাড়ি।

পাখি আবার বড়াই করে

তাহার তৈরি নিয়ে,

অভিমানী প্রজাপতি

থাকে বাড়ি গিয়ে ।

বনের পশুর দলের নেতা

হঠাৎ হুমকি দিলো,

পাখির বিচার করতে হবে

শপথ ওরা নিলো।

প্রজাপতির কষ্ট দেখে

সবাই এসে হাজির,

করতে বিচার পাখির দলের

এবার এসেছে নাজির।

রাগের পারদ গললো শেষে

শুনে খুশির কথা,

খুশির কথায় প্রজাপতি

উড়লো যথা তথা।।


No comments:

Post a Comment