ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, August 12, 2020

 "ছায়ার মাঝে"

-শুভ জিত দত্ত


তোমার খুঁজে ফিরি আমি

কোন অজানা দেশে

যখন নীরবে থাকি বসে।


সময় কখন মনে প্রানে

তোমাকে চায় পেতে

এই শ্রাবণ আষাঢ় মাসে।


যখন আকাশ মেঘে ঢাকে

পড়ন্ত বিকেলে বেলায়

তুমি হঠাৎ এসো অনায়াসে।


থাকবো বসে ছায়ার সাথে

যেখানে তুমি আসতে

কথা হতো নানা আভাসে।



নির্জনে বসে থাকতে একাকী

আসতাম শেষে আমি

কথা দিয়েছি তোমার আশ্বাসে।

No comments:

Post a Comment