--শুভ জিত দত্ত
প্রতিদিনের গতি পথে তুমি ছিলে
অবাক হয়ে চেয়ে থাকতে,
ঠিক দশ গজ দূরে তুমি দাঁড়িয়ে
আমার আশার সময় গুণতে।
অনুসরণ করতে করতে হারিয়ে যেতে
কোন অজানা গন্তব্যের দিকে,
তবু বলতে পারি নি কখনো কেন যেন
শুধু পেছন ফিরে দেখতাম তাকে।
কেটে যেত এভাবে দেখতে দেখতে মাস
ধয্য ছিল যেন অগাধ যে তার,
একবিন্দু কষ্টের ছাপ অপেক্ষাতে পড়েনি
মায়াজালে জড়াতো শুধু সেএক জাদুকর।
বলব বলব করে হারিয়ে গেল সে যে
কোথায় সে যে চলে গেল,
কে যেন বলল সে আর নেই নাকি
যাওয়ার আগে একটু যেতো বলে।।
No comments:
Post a Comment