"সার্থ হাসিল"
শুভ জিত দত্ত
আকাশ কুসুম চিন্তা নিয়ে
অবাক হয়ে ভাবি,
বললো নাতো অভাব দেখে
কিছু একটা খাবি।
সেদিন ছিলাম ওদের পাশে
ছুটে গেছি সুখে,
আমার অভাব দেখে ওরা
বলবে কিছু মুখে।
সার্থ নিয়ে সবাই চলে
যখন হাসিল হবে,
আবার কবে লাগতে পারে
খুঁজবে তোমায় তবে।
কারো অধীনে থাকলে পরে
খালি সুযোগ নেবে,
বুঝে শুনে একটু জেনে
চলবে তুমি ভেবে
ভুবন মাঝে জানার আছে
বোঝার আছে কিছু,
ঠকলে তুমি জানবে বেশি
চলবে ওরা পিছু।
No comments:
Post a Comment