ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, August 20, 2020

এসেছে শরৎ

 





"এসেছে শরৎ"

-শুভ জিত দত্ত


আকাশ মেতেছে খুশির ভেলায়

এসেছে নাকি শরৎ,

মেঘের সারি দলে দলে

আবার আসে ফেরত।

শিউলি ফুলের গন্ধ মেখে

কোথায় ছুটে চলে,

কাশের মাঠে বাতাস বইছে

অচেনা কারো ছলে।

সবুজ ঘাসের ফাঁকে ফাঁকে

শিশির জমে থাকে,

অনন্য ফুলে ছেয়ে গেছে

গন্ধ আসে নাকে।

সারা মেলে পাখির দলে

আঁকি বুকি খেলে,

নিয়ে সাথে বিকেল মাঝে

হঠাৎ হারিয়ে গেলে।

বরণ পর্ব চলেই আসে

নতুন সাজ গোজে,

উৎসব জুড়ে লেগেই থাকে

তোমার রুপের খোঁজে।।


No comments:

Post a Comment