ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, August 7, 2020

কবিতা

 


"কথা পাগল"

--শুভ জিত দত্ত

বলতে পারে অনেক কথা

শুনতে লাগে ভালো,

কথার মাঝে ভুলিয়ে রাখে

চেয়ে থাকতে হলো।

অনেক কিছু বলতে পারে

জ্ঞানের নেই সীমা,

বলার ছিল অনেক কিছু

কথা থাকে জমা।

এরওর সাথে ডেকে ডেকে

শোনাই নানা কথা,

বলতেনা পারলে একটু কিছু

লাগে তার ব্যাথা।

এর মধ্যে মজে থেকে

ভুলে সব থাকে,

অনেক গল্প জানেন তিনি

বলবে তিনি কাকে।

একটু বললে মন ভরেনা

বলতে বেশি হবে,

হোক বিরক্ত তাতে তার

কিবা এসে যাবে।।








No comments:

Post a Comment