ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, August 18, 2020

 "ঘোষ মশাই"

-শুভ জিত দত্ত

ঘোষ বাড়ি দুধের খনি

সেথাই হাড়ি ভরা,

গোয়াল ভরা গরু আছে

দুধের থাকে কড়া।


তারা আবার সৃষ্টি করে

অনেক স্বাদের মিষ্টি,

দুধ দিয়ে তৈরি তাতে

আছে অনেক পুষ্টি।


ছানা দধি খাঁটি দুধের

করে তারা সন্দেশ,

দধি মিষ্টি কাঁধে করে

নিয়ে ছোটে দূরদেশ।


আরো করে ছানার পোলাও

খেতে লাগে ভালো,

বিয়ে বাড়ি জন্ম দিনে

সবাই খেতে চেলো।


ঘোষ মশাই নামে তাদের

সাবাই একটু ডাকে,

বাড়ি ভরা গরু তাদের

মাঠে ঘাটে থাকে।।



No comments:

Post a Comment