ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, August 21, 2020

 "ভুলের সাজা"

-শুভ জিত দত্ত

মাছেই মাছেই যুক্তি করে

প্লান করেছে ভারি,

সবাই মিলে তারা এবার

যব্দ করবে তারি।

মাছের খাবার খাবে বটে

শেষ করবে সবই,

শাস্তি দেবে এবার তাঁকে

মারবে ওরা খুবই।

পুঁটি টেংরা সাথে কাতলা

সঙ্গে আছে ইলিশ,

মিটিং করে ঘন্টা ধরে

সবাই আনে নালিশ।

রাজার জন্য নেইতো উপায়

 করবে একটু আহার,

সবাই মিলে গিয়ে শেষে 

করলো বেদম প্রহার।

মাছের রাজা বলেই সেকি

ভুল করেই যাবে,

অনেক হলো এবার তবে

মার এবার খাবে।।



No comments:

Post a Comment