ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, August 30, 2020

কবিতা

"সেরা পেশা কৃষি"
-শুভ জিত দত্ত

ওদের হাতে জাদু আছে
তারা ফসল ফলায়,
বলে নাতো তাদের কথা
থাকে অবহেলায়।
তাদের কষ্টে আমরা কিছু
খেয়ে বাঁচতে পারি,
চাইলে পারে অভাব হলে
খাবে ওরা ঝারি।
রৌদে পুড়ে জলে ভিজে
তারা থাকে মাঠে,
তাদের ছেলে থাকে কাজে
সুযোগ পায়না পাঠে।
সহজ সরল সবার থেকে
উদার মনের ভারি,
তাদের কাজের হিসাব নিয়ে
চলে খবরদারি।
সবার থেকে সেরা পেশায়
তোমার নিয়োজিত,
অনেক সুনাম শুধু তোমরা
করেছো অর্জিত।।

No comments:

Post a Comment