ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, September 1, 2020

কবিতা

"ছোট্ট শোনা"

শুভ জিত দত্ত

ছোট্ট শোনা ছোট্ট শোনা

দেখতে তুমি ভালো,

তোমার কথায় সারা বাড়ি

জললো জ্ঞানের আলো।


ছোট্ট কথা ছোট্ট কথা

বলতে তুমি পারো,

হঠাৎ তুমি করলে ধাঁধা

বয়স যখন বারো।


ছোট্ট মুখে ছোট্ট মুখে

হাজার কথা বলো,

দিতে হবে কিনে তাতো

তুমি যথা বলো।


ছোট্ট হাসি ছোট্ট হাসি

যখন তুমি দিতে,

খেললে পরে কোনো খেলা

তুমি যাও জিতে।


ছোট্ট খুশি ছোট্ট খুশি

সবার মাঝে দাও,

কিনতে হবে তোমার খুশি

হয়কি আবার তাও।।
 

No comments:

Post a Comment