ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, September 5, 2020

শিয়াল কাজী

 

শিয়াল কাজী

-শুভ জিত দত্ত

বাঘের সাথে হঠাৎ করে
সিংহীর হলো দেখা,
তিনি নাকি সেদিন থেকে
করলেন শুরু লেখা।

শেষে তিনি খামে ভরে
পৌঁছে দিতে গেলেন,
সামনে আছে সিংহীর বাবা
ধরা এবার খেলেন।

পড়লো যখন এবার ধরা
বিয়ে করতে হবে,
নইলে পরে দড়ি দিয়ে
ঝুলে মরতে হবে।


রাজি হয়ে এবার শেষে
ডাকতে হবে কাজি,
কাজী সাহেব আসবে যখন
সঙ্গে আনবে পাজি।

কাজী আবার একটু রসিক
তিনি শিয়াল মশাই,
গরু মহিষ কাটতে হবে
ডাকো এবার কশাই।।


No comments:

Post a Comment