ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, September 24, 2020

 বৌমার জারিজুরি

-শুভ জিত দত্ত


বৌমা আমার সবার থেকে

একটু বেশি চালু,

ভাতের সাথে খাবে সেতো

কয়েক টুকরা আলু।


কথা বলে সবার থেকে

একটু বুঝে শুনে,

বুদ্ধি করে চলতে পারে

হিসাব করে গুনে।


সবার মুখে বৌমার নামে

সুনাম করে বলে,

বিচার করে বলতে পারে

দেখে শুনে চলে।


দেখতে শুনতে সবার সেরা

বলে আবার ওড়াই,

সময় পেলে বৌমা আমার

ঘুড়ি আবার উড়াই।


রান্না বান্না করে আবার

গানের গলা ভালোই,

বৌমা দেখতে ভালো কিন্তু

ছেলে আমার কালোই।


 


No comments:

Post a Comment