ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, September 2, 2020

কবিতা




"অচিন তারার দেশে"

                           শুভ জিত দত্ত


বাবা বলতেন মায়ের বাড়ি

এখন তারার দেশে,

সেখানে তিনি তাদের সাথে

থাকেন ভেসে ভেসে।


আমি যখন খুবই ছোট

বয়স দশ কি বারো,

হঠাৎ সামান্য জ্বরে তিনি

কাবু হলেন আরো।


বুদ্ধি আমার হয়নি তখন

কিছু বোঝার আগে,

কেমন করে ফাঁকি দিয়ে

চললেন আগে ভাগে।


বাবা যখন চোখের জলে

তোমার কথা বলতো,

একটু পরে কাঁদতে কাঁদতে

কষ্ট তখন কমতো।


ছবি হয়ে ছিলে তুমি

আমার মনের কোণে,

কেনো জানি তোমার কথা

ভাবি ক্ষণে ক্ষণে।




No comments:

Post a Comment