ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, September 20, 2020

 "গল্পের ঝুলি"

শুভ জিত দত্ত


দাদুর আছে মস্ত বড়

গল্পের একটা ঝুলি,

সেখান থেকে তিনি শুধু

বলেন গল্পের বুলি।


আমরা কজন ঘিরে ধরে

দাদুর গল্প শুনি,

বিকলে হলে দাদুর আসার

সময় শুধু গুনি।


বিচিত্র কতো গল্প গুলো 

আছে সেই ঝুলিতে,

শুনতে শুনতে গল্প গুলো 

যেতাম সব ভুলিতে।


মায়ের হাতে জুটতো বকা

যখন যেতাম বাড়ি,

খেতে বসলে মায়ের স্বভাব

দিতো ভরে হাড়ি।


দাদুর কথা বলে পড়লে

বেশি করে যাবি,

মা বলতো দাদুর কাছে

আছে জ্ঞানের চাবি।

No comments:

Post a Comment