মহারাজার হুকুম
-শুভ জিত দত্ত
মহা বোঝা পরলো কাঁধে
করতে হবে শিকার,
বয়স যখন হলো বারো
থাকবো কিআর বেকার।
মহা রাজা হুকুম যখন
করতে হবে তামিল,
শিকার ধরার কাজে এবার
হতে হবে শামিল।
এখন বাবা সাথে থাকে
মহারাজার শেপাই ,
আমার এখন পোয়া বারো
কেআর আমার খেপাই।
যেদিন আমি আনব ধরে
মস্ত বড় গরু,
মহা রাজা ভুলেই তিনি
খাবে না আর তরু।
সেদিন থেকে মন্ত্রী হবো
পাবো আস্তো বাড়ি,
রাজ্য ঘুরে তখন আমি
করবো খবর দারি।
No comments:
Post a Comment