ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, September 11, 2020


 সিংহের হলো কাশি

-শুভ জিত দত্ত


হঠাৎ করে সেদিন নাকি

সাঁতরে ছিলেন বেশি,

তখন থেকে তিনি শুধু

দোষটা দিলেন বেশি।


শিয়াল নাকি তাকে নিয়ে

নদীতে গিয়ে ছিলেন ,

তখন থেকে রাজা মশাই

তাকে করলো ভিলেন।


কাশতে কাশতে গলা দিয়ে

রক্ত পড়ে শুধু ,

বদ্ধি মশাই বুদ্ধি দিলো

খেতে হবে মধু।



পেটে পড়ে নতুন ওষুধ

কাশি একটু থামলো,

রাজা মশাই রাগের পারদ

একটু কিছু কমলো।


শিয়াল এখন মহা খুশি

আনন্দে নেচে ওঠে,

নাচতে নাচতে তিনি আবর

একটু বেঁচে ওঠে।




No comments:

Post a Comment