ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, September 9, 2020

তোমার আগমনী বার্তা


তোমার আগমনী বার্তা

   -শুভ জিত দত্ত



তুমি যখন এসো ধরায় 

শুভ আশিষ নিয়ে,

ভালো রেখো সবার ওমা

ভুবন মাঝে গিয়ে।


নানা সাজে সেজে হঠে

এলো আগমনী,

চারিদিকে বেজে ওঠে

শুনি ওগো ধ্বনি।


শরৎ আসে নীল মেঘে

বারে আনা গোনা,

মনের মাঝে নতুন কিছু

স্বপ্ন গুলো বোনা।


আসবে তুমি সাথে নিয়ে

ভালো লাগার সুবাস,

গড়ে দিও নতুন করে

চিরো শান্তির আবাস।


তোমার আশার প্রহর গুনে

সময় কেটে গেলে,

কাশের মাঠে পরশ নিয়ে

চলছে হেসে খেলে।।






No comments:

Post a Comment