ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, September 6, 2020


ভালুক ঘটক

শুভ জিত দত্ত


বনে নাকি হঠাৎ করে

হৈচৈ পড়ে গেছে,

ভালুক করছে ঘটক গিরি

সবাই লাগলো পেছে।


বিয়ে এবার দিতে হবে

পড়লো বিশাল লাইন,

সবার থেকে একটা করে

নিচ্ছেন তিনি সাইন।


এদিক ওদিক সেদিক থেকে

সবাই ছুটে আসে,

তিনি এখন বিপদে পড়ে

জায়গা দিলেন ঘাসে।


তিনি এখন মহা বিপদে

গেলেন রাজার কাছে,

শুনে নিয়ে রাজা মশাই

বললো ওঠো গাছে।


বিয়ে তোমার দিতে হবে

হয়েছো যখন ঘটক ,

আমার সেনা তৈরি আছে

করবে তোমার আটক।







No comments:

Post a Comment