ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, September 7, 2020

গাছের আছে জীবন


 

গাছের আছে জীবন

-শুভ জিত দত্ত

ওদের আছে তোমার মতো

আস্তো একটা জীবন,

তাদের লতায় পাতায় তৈরি

ঔষধ করো সেবন।


ছায়া দিয়ে আগলে রাখে

আছে অনেক পাতা ,

সবার থেকে ওরা আবার

অনেক বড়ো দাতা।


জীবন বাঁচে তাদের ফলে

আছে পুষ্টি গুণ,

খেতে লাগে অনেক ভালো

সাথে মিষ্টি গুণ।


তবু তোমার তাদের কাটো

যখন ইচ্ছে হলো,

অনেক হলো এবার তবে

ওদের কথা বলো।


ওদের অনেক আঘাত লাগে

যখন তোমার কাটো,

অনেক গরম যখন লাগে

ওদের ছায়ায় হাটো।।


No comments:

Post a Comment