ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, July 30, 2020

"শখের বসে"

--শুভ জিত দত্ত
শখ ছিল তার ডাক্তার হবে
দেখবে অনেক রুগী,
এতো পড়ার চাপে শেষে
তিনি হলেন যোগী।
কঠিন পেশা তাই বলে কি
পড়তে হবে এতো,
মাথায় যদি বিগড়ে গেলো
লাভকী পড়ে সেতো।
নাই বা যদি থাকি বেঁচে
খুঁজবে নাকো শেষে,
ভুল করলেও একটি বারো
চড় দেবেনা কষে।
এখন বরং আছি ভালোই
নেই তো পড়াশোনা,
এমন‌ বেশে থাকবো আর
কথাই বলবো না।
যায় যদি যাক চুলোয় সবই
আমার তাতে কী,
সব তো শেষ হয়েই গেছে
আরকি আছে বাকী।।

No comments:

Post a Comment