ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, July 13, 2020

কবিতা

"গায়ে লাগা"
--শুভ জিত দত্ত

লোকে যে যাই বলুক
করতে পারি কি,
আমার মতো আমি চলি
করো সাথে না লাগি।
খাই দাই ঘুমাই ভাই
একটু গান গাই,
শুনতে শুনতে সয়ে গেছে
আর লাগে না গায়ে।
দু চার কথা বললে পরে
সব যাবে থেমে,
পড়লে পরে কেউ বিপদে
আমার যেতে হবে।
পেছন থেকে মারতে খোঁচা
ওরাই সুযোগ নেবে বাঁছা ,
করতে পারে তোমার ক্ষতি
সুযোগ পেলে দেবে লাথি‌।
কারো কথায় তাল না দিলে
কি কার এসে গেলে,
হাসতে হাসতে উড়িয়ে দিতে
তুমি ভাই পারতে।।


No comments:

Post a Comment