"শেষ যাত্রা"
--শুভ জিত দত্ত
তুমি না বলছিলে
শেষ বার এসে কথা বলে যাবে
কি এলে না শেষ কথা টুকু বলতে
তবে কি শেষ যাত্রায় সঙ্গী হবে
যেখানে কেউ কারো বিরক্ত করে না
এত কষ্ট পাচ্ছি তবু কেন এলে না
দেখতে নাকি আছো আরো কষ্টে তুমি
জানো তিন দিন না খেয়ে আছি
বার বার তোমার কথা শুধু ভেবেছি
আমাকে ছাড়া তুমি কেমন আছো
না কি দগ্ধ আমার থেকে বেশি
সেদিন হয়তো একটু বেশি বলেছি
খুব ভালোবাসিতো
এখন পাশে নাই বা থাকলে
থেকো শেষ যাত্রায় তাতেই
আমার ঘুচবে অভিমান
আমি তো আর থাকবো না
তাই একটু কষ্ট দিয়ে দূরে
সরিয়ে দিয়েছি শেষ বারের মত।।
No comments:
Post a Comment