হাঁস চুরি
--শুভ জিত দত্ত
মদন বাবুর হাঁস দুটি
লাল নীল খুনসুটি
এদিক ওদিকে দেখে শুনে
বাড়ি আসে সন্ধ্যা ক্ষনে
হঠাৎ করে ডাকা ডাকি
কানে কিছু আসে নাকি
বলি কে আবার এলো ঘরে
হাঁস গুলো নিল চোরে
প্রাণ পাখি হাঁস দুটি
শেষ মেশ নিলো ছুটি
ডিম খাবো প্রাণ ভরে
এই ছিল সাধ মোরে
সব শেষ হয়ে বসে
ছবি গুলো মনে ভাসে
কত স্বপ্ন দেখে ছিলাম
আজ সব ভুলে গেলাম
হাঁস দুটি আছে কোথা
বুকে নিয়ে যত ব্যাথা।।
No comments:
Post a Comment