ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, July 7, 2020

কবিতা


"একটু রাগী"
--শুভ জিত দত্ত


সন্তু বাবুর খেলানা গুলো
খেলতে খেলতে ভাঙে,
ভাঙলে পরে কিনতে হবে
নইলে পরে কাঁদে।
দেখতে দেখতে ভাঙতে পারে
বলতে গেলেই রাগে,
বলতে বলতে ভাঙবে সবই
বলার উপায় নাই,
বললে পরে রেগে মেগে
মাথায় করে বাড়ি।
ধমক দিয়ে বলল আবার
বেড়িয়ে যাবো শেষে,
শুনতে শুনতে গল্প গুলো
ভাঙবে রাগের পারদ।
হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে
শান্ত শিষ্ট রাগী,
পড়তে পড়তে সন্তু বাবুর
ঘুমটা একটু আসে।
খেতে বসলেই হঠাৎ করে
গান গেয়েই ফেলে,
একটু রাগী সন্তু বাবুর
মনটা কিযে ভালো।।

No comments:

Post a Comment