ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, July 19, 2020

খোকন রাজা
--শুভ জিত দত্ত
ভিন রাজ্য ঘুরে ফিরে
খোকন এলো ঘরে,
দায়িত্ব পেয়ে খোকন বাবু
তিনি হলেন কাবু।
এত শত কাজের ভিরে
মাথা যেতো ঘুরে,
রাত জেগে ভেবে দেখে
থাকবে সুখে দুখে।
এতো বড় রাজ্যো যে তাই
আনন্দে ভাত খাই।
মন্ত্রী মশাইয়ের কথা গুলো
লাগতো মজা ভালো,
প্রজারা সব মহা সুখে
নাম করে মুখে।
শেপাই পেয়াদা সাথে করে
রাজ্যে যেতেন ঘুরে,
কাজের ফাঁকে সময় দেখে
খাবার খেতেন চেখে,
তার ছিল স্বভাব কিছু,
যেত তার পিছু পিছু‌।
তাকে পেয়ে সবাই খুশি
আনন্দে বাজায় বাঁশি।।





No comments:

Post a Comment