ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, July 25, 2020

কবিতা

''অদ্ভুত আশা''

--শুভ জিত দত্ত


আসবে আবার সময় পেলে
যখন লাগে ভালো।
দেখবো তোমার সময় পেলে
যখন ইচ্ছা হলো,
ভাববো আমি তোমার নিয়ে
মন যখন চেলো।
পাখির মত ইচ্ছে হলেই
ডানা তুমি মেলো,
আমার নিয়ে হারিয়ে যেয়ো
বয়স হোক ষলো।
দেখতে আমি খুব খারাপ
তোমার থেকে কালো,
কথা কিছু আছে বলার
সময় পেলে বলো।
ভালোবাসা হয় কি ওজন
গ্রাম কিংবা কিলো,
তোমার নিয়ে স্বপ্ন গুলো
আশা হয়ে ছিলো।।



No comments:

Post a Comment