ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, July 2, 2020

পড়ালেখা

                         

পড়ালেখা

শুভ জিত দত্ত
পড়তে বসলেই অজুহাতের
নেই তো কোন শেষ,
খুব কষ্ট লেখা পড়ায়
মনটা বসে না।
এদিক ওদিক তাকিয়ে নিয়ে
চোখ টা বুজলেই বাঁচি,
কখন আবার মা এসে
করবে বেদম প্রহার।
বাবাকে না হয় যা তা করে
বুঝিয়ে দিতে পারি,
মায়ের হাতের নিস্তার নেই
ছল চাতুরী করে।
সব কিছুই পারি ভালোই 
পড়তে পারি না খালি,
রাজ্যের সব চিন্তা গুলো
পড়ার সময় আসে।
কত শত সূত্র গুলো
সব কি মনে থাকে,
সুযোগ পেলে সবাই বকে
পড়ার ছুতো ধরে।
আমিও একদিন চড়বো গাড়ি
ওদের থেকে দামি।‌।

No comments:

Post a Comment