ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, July 1, 2020




শুভ শক্তি

-শুভ জিত দত্ত

তোমার আশার শুভ সূচনা
হলো এ মহা ক্ষণে,
দিগন্তে তাই তোমার জয়ধ্বনি
উচ্ছাসে মেতে ওঠে।
অপেক্ষায় প্রহর গুলো 
শেষ হয়ে আসে,
অশুভ শক্তির বিনাশে তাই
তুমি এসো বার বার।
প্রকৃতি আজ উচ্ছাসিত হয়ে
তোমার বরণ করে,
শুভ শক্তির আগমনে তাই
তোমার বন্দনায় মেতে ওঠে।
সবাই এক হয়ে মেতে ওঠে
অন্য রকম উচ্ছাসে,
বছর পর তোমার পেয়ে
আনন্দে মেতে ওঠা।
আর কিছু একটু বেশি 
থেকো না আমাদের সাথে,
বছর ঘুরে আবার এসো
এই ধরণী মাঝে।।



No comments:

Post a Comment