ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, June 26, 2020

অদেখা চিঠি
-শুভ জিত দত্ত
বলেছিলাম আসবো ফিরে
যে ভাবে হোক তোর কাছে
আছি এখন খুব কষ্টে
মরণ যন্ত্রনা শয্য করে
দেশের তরে যাই যদি
প্রাণ দেব হাসি মুখে
ছায়ার মতো থাকবো পাশে
করিস নে ভয় আছি সাথে
স্বাধীন করে আসবো ফিরে
বীরের বেশে তোদের কাছে
দেখবি তখন করবো মজা
বাপ ছেলে দুজন মিলে
মাতিয়ে রাখবো দেখিস তুই
করবো কতো খেলা তখন
স্যালুট দিবি তখন আমার
ভরবে বুক গর্বে আমার
ইচ্ছে আছে তোদের নিয়ে
ঘুরব কতো মজার দেশে
হবে কি না আসা ফিরে
মৃত্যু মিছিল হতে থাকে দীর্ঘ।।


No comments:

Post a Comment