অপেক্ষার অবসান
-শুভ জিত দত্ত
শরৎ এর শুভ্র মেঘের
ভেলায় ভেসে আসবে তুমি
কোন এক অজানা ক্ষনে
যখন তোমার অপেক্ষায়
প্রহর নিমিষেই হবে শেষ
সেদিন দিন দেখা হবে
শত অপেক্ষার অবসানে
যেদিন প্রকৃতি তার রূপের
ছটায় মুগ্ধ করবে তোমায়
ভুলিয়ে দিয়ে যত মান
অভিমান রেখেছিলে জমিয়ে
পাখির গানে করবে মুগ্ধ
শুনবে অবাক হয়ে
আর ভাবতে ভাবতে হারিয়ে
যাবে অচিন পাখির দেশে
ইচ্ছে হলেই মেলতে পারো
পাখির মতো ডানা
করবে না কেউ নিষেধ বারন
দেখতে দেখতে সময়
কখন হারিয়ে যাবে শেষে
No comments:
Post a Comment