"পোড়ো বাড়ি"
-শুভ জিত দত্ত
রায় বাবুর পোড়ো বাড়ি
ভূতের আসর বসে,
ওদিক থেকে সন্ধ্যা হলে
আওয়াজ ভেসে আসে।
রাত নামলেই ওরা আবার
ভোজন সেরে ওঠে,
কখন জানি হানা দেবে
বাবুর বাড়ির মাঠে।
গন্ধ পেলে একটু খানি
হঠাৎ ধেয়ে আসে,
দেখতে পেলে সামনে থেকে
ওমনি ঝেড়ে কাসে।
ওদের দলে আছে নাকি
মামদো হামদোর বাবা,
রেগে গেলে হঠাৎ করে
তিনি মারেন থাবা।
ভূতের ভয়ে কাঁপতে থাকে
বাবুর বাড়ির লেঠেল,
কথাই কথাই বাবু বলতো
সাহস ওদের অঢেল।
No comments:
Post a Comment