ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, January 24, 2016


আমাদের সৌমেন
.......................শুভ জিত দত্ত
সৌমেন এর নাম টা
 রয়ে গেল সবার মুখে মুখে
 ছেলেটা এতই সহজ সরল
 না মিশলে বোঝাযায় না
 তার ভিতরে ছিল দুরন্তপানা
 আর দুষ্টুমিতে ভরা
 কারো বিপদ শুনলে সাবার
 আগে সে যে যায় ছুটে
 সৌমেন এর কাছে
 কখনো কেউ কিছু চাইলে
 না শোনা যায় না
 তার কথায় ভলে না কেউ
 এমন লোক পাওয়া যায় না
 সৌমেন এর এমনই
 যে দেখলে মুগ্ধ হয়ে য়ায়
 একটা যেন গভীর
 মায়া আছে তারা চেহারে তে
 কিন্তু সৌমেন এর
 হঠাৎ যে কি হল
 যানে না কেউ
 কদিন ধরে তার নেই
 যে কোন খোঁজ
 জানা গেল তার নাকি কঠিন
 আসুখে পড়ে আছে বিছানায়
 যানি না সৌমেন ফিরবে
 কিনা আমাদের মাঝে
 তার আরোগ্য কমনা
 করি সব সময়

No comments:

Post a Comment