ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, January 6, 2016

মা
--@--শুভ জিত দত্ত
 অপূর্ব ক্ষমতা তোমায় মা
 মা নামের যে অপূর্ব ক্ষমতা
 তা ক্ষণে ক্ষণে উপলদ্ধি করি
 তুমি ছাড়া আপন
 কেহ কি আছে এই দুনিয়াই
 হয় তো অনেকে আসে এ জীবনে
 তোমার মথ কেউ কি আপন হতে পারে মা
 কত না আদর স্নেহে আগলে
 রাখ তুমি আমাদের মা
 যানি জীবনে হয় তো বা
 তোমার এ ঋণ শোষ করতে পারব না
 তবু তোমাকে যে বড়ই ভালবাসি
 কি তৃপ্তি কি শান্তি মাগো তোমার এই মধুর নামে
 মাগো তুমি ছাড়া জীবনটা
 বড়ই একা একা লাগে

No comments:

Post a Comment