বৈচিতে ভরা
......শুভ জিত দত্ত
অনেক স্বপ্ন ও আশা নিয়ে এসেছিলাম
ওগো তোমাদের এই সুন্দর পৃথিবীতে
কতনা বিচিত্র তোমাদের এই পৃথিবী
ক্ষণে ক্ষণে যেন নতুন রুপ ধারণ করে
তোমাদের এই অপূর্ব লীলা ময় পৃথিবী
মানব জনম আমার সার্থক
হল ওগো এই পৃথিবী তে জন্মে
নদ নদী আর পাখির কলরব
সব সময় আমাকে যেন নতুন জগতে প্রবেশ করায়
হাজারো প্রাণী জীব ও বৈচিত্রে ভরা
এই জাদুর নগরী দেখে যেন মন ভরে না
সব সময় আমাকে যেন মাতাল করে রাখে
তার অপূর্ব সৌদর্যে।।
......শুভ জিত দত্ত
অনেক স্বপ্ন ও আশা নিয়ে এসেছিলাম
ওগো তোমাদের এই সুন্দর পৃথিবীতে
কতনা বিচিত্র তোমাদের এই পৃথিবী
ক্ষণে ক্ষণে যেন নতুন রুপ ধারণ করে
তোমাদের এই অপূর্ব লীলা ময় পৃথিবী
মানব জনম আমার সার্থক
হল ওগো এই পৃথিবী তে জন্মে
নদ নদী আর পাখির কলরব
সব সময় আমাকে যেন নতুন জগতে প্রবেশ করায়
হাজারো প্রাণী জীব ও বৈচিত্রে ভরা
এই জাদুর নগরী দেখে যেন মন ভরে না
সব সময় আমাকে যেন মাতাল করে রাখে
তার অপূর্ব সৌদর্যে।।
No comments:
Post a Comment