ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, January 6, 2016

আগুনের শিখা
 শুভ জিত দত্ত
 যাও এগিয়ে অগ্নির বেগে
 আঘাত হানো দূর আকাশে
 লক্ষ ভেদ কর
 আর ফিরে তাকিয়ে না
 পেছনের দিকে
 তুমি তৈরি কর নতুন চলার পথ
 যে পথে সৃষ্টি হবে নতুন দিগন্ত
 আকাশ যেখানে মিশেছে
 সেখানে ই হবে তোমার সৃষ্টি
 অপার সম্ভবনা যে ডাকছে তোমায় তুমি অগ্নি শিখা।।

No comments:

Post a Comment