অপূর্ণতা
শুভ জিত দত্ত
লাশের গন্ধে হীম
হয়ে আছে গোটা শরীল টা তার
দগে দগে গন্ধে
কোন মতেই কাছে ভেরা যায় না
কয়েক দিনেই পচন
ধরতে শুরু করেছে তার শরীলে
এই কি সেই সৌমেন
যে ছি দুরন্ত আর ছটফটে
আজ সেই সৌমেন
কেন এত নিশ্চুপ
যার সাথে আড্ডা না
দিলে গোটা বিকাল টা
যেন একঘেয়েমী লাগত
আজ কেন সেই সৌমেন
এর পাশে আমরাই কান্নারত
আজ যে সে নেই
কোন ভাবেই যেন
মেনে নিতে পারি না
No comments:
Post a Comment