ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, January 6, 2016


রুখে দাঁড়াও
!!শুভ জিত দত্ত!!
হে যুবক চোখের সামনে দেখ কেন অন্যায়
 তুমি যে পার রুখতে এই অন্যায় অবিচার
 তবু কেউ কেন চুপ করে রহ
 একবার কন্ঠ তোল আর কর প্রতিবাদ
 পেয় নাগো ভয়
 তুমিই পার রুখতে ওগো
 যত অন্যায় অবিচার
 একবার ওগো কন্ঠ তলো
 গাও প্রতিবাদী গান।।

No comments:

Post a Comment