''ছোট কাকু''
-শুভ জিত দত্ত-
আমার প্রিয় আদরের ছোট কাকু তোমার কোলে মাথা রেখে ঘুমাইতাম সাড়া রাত,
মা বাবা চলে গেছে সেই ছোট বেলায় তোমার হাতেয় পড়া লেখা মোড় তোমার হাতেই মানুই আমি,
বলতে বাবা বলতে মা সবই ছিলে তুমি তাই তোমার কথা ভেবে ভেবে কেঁদে যায় সাড়া রাত...
No comments:
Post a Comment