আমরা তরুণ
--শুভ জিত দত্ত--
আমরা তরুণ আমরা নির্ভয় ভয় করে করি জয়,
ভয় কে পিছু ফেলে ছুটে চলি নতুন দিগন্তে,
নতুন আশার দোয়ার খুলি আমরাই তরুণ,
আমদের আছে অকৃত্তিম আশা
সেই আশায় বাঁধি বুক মোরা,
তরুণ্য আমাদের চলার গতি নতুন সম্ভবনার দোয়ার খুলি আমরাই তরুণ,
নতুন পথ সৃষ্টি করি মোরা আমরাই আলোক দ্বীপ ছড়িয়ে দিই বিশ্বে আমরাই তরুণ।।।
গাহি তরুণের জয় গান
--শুভ জিত দত্ত--
আমরা তরুণ আমরা নির্ভয় ভয় করে করি জয়,
ভয় কে পিছু ফেলে ছুটে চলি নতুন দিগন্তে,
নতুন আশার দোয়ার খুলি আমরাই তরুণ,
আমদের আছে অকৃত্তিম আশা
সেই আশায় বাঁধি বুক মোরা,
তরুণ্য আমাদের চলার গতি নতুন সম্ভবনার দোয়ার খুলি আমরাই তরুণ,
নতুন পথ সৃষ্টি করি মোরা আমরাই আলোক দ্বীপ ছড়িয়ে দিই বিশ্বে আমরাই তরুণ।।।
গাহি তরুণের জয় গান
No comments:
Post a Comment