বিদায়
............শুভ জিত দত্ত
আজও ছেলে হারা
মায়ের কান্না থামে নি
সেদিনের সেই বিদায়
আজ শেষ বিদায় হয়ে রইলো
ওরা যে আর ফিরবে না
তবু মায়ের মন যে মানে না
আবার যদি খোকাকে ফিরে পেতাম
শুধু একটি বারের জন্য
সেই তো কবে চলে গেছে যুদ্ধে
আজো খোকা ফিরে এলো না
তবু আশায় আশায় বসে
থাকি পথ চেয়ে
খোকা আসবে,খোকা ঘরে ফিরে আসবে
আমাকে আবার আগের মথ জড়িয়ে
ধরে বলবে মা গো আমি এসেছি
আমি আবার তোমার কোলে
ফিরে এসেছি
............শুভ জিত দত্ত
আজও ছেলে হারা
মায়ের কান্না থামে নি
সেদিনের সেই বিদায়
আজ শেষ বিদায় হয়ে রইলো
ওরা যে আর ফিরবে না
তবু মায়ের মন যে মানে না
আবার যদি খোকাকে ফিরে পেতাম
শুধু একটি বারের জন্য
সেই তো কবে চলে গেছে যুদ্ধে
আজো খোকা ফিরে এলো না
তবু আশায় আশায় বসে
থাকি পথ চেয়ে
খোকা আসবে,খোকা ঘরে ফিরে আসবে
আমাকে আবার আগের মথ জড়িয়ে
ধরে বলবে মা গো আমি এসেছি
আমি আবার তোমার কোলে
ফিরে এসেছি
No comments:
Post a Comment