ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, January 2, 2016


      রং
শুভ জিত দত্ত
নীলাভ রংধনুর রং এ
নীল হয়ে আছে গোটা আকাশ টা
নানা রং এ ছেয়ে গেছে
আকাশের প্রান্তর
নীল সাদা আরো কত রং
এর খেলা চারিদিকে
এক এক করে যেন
রং এর বৃষ্টি নেমে আসে
এ যেন মেঘের আড়ালে
এক অনাবিল রং এর খেলা
ক্ষনে ক্ষনে রং এর পরিবর্তন
গোটা আকাশ জুড়ে
রং এ রঙিন হয়ে ওঠে
প্রকৃতির নীলাভ বনভূমি
রং এর পরশ পেতে
চারিদিকে এক আজানা ব্যাস্ততা

1 comment: