রাত জাগা ৭১(ছোট গল্প)
শুভ জিত দত্ত
নদী তে নৌকা এখন বাঁধা আছে আমি রহমত চাচা নৌকার ভিতরে বসেই আছি
হাতের কাছেই রেডিও টা ছিল চালু করতেই শুনতে পেলাম দেশের বিভিন্ন স্থানে পাক বাহিনী ও মুক্তি বাহিনীর মধ্যে তুমূল সংঘর্ষ চলছে ।করিম চাচা বলে গেল পাশের গ্রামের ঘর গুলোতে পাক বাহিনীরা আগুন ধরিয়ে দিয়েছে
কাল হয় তো আমাদের গ্রামে ঢুকতে পারে ওরা
আমাদের গ্রামে আমরা কয়েক ঘর মাল সম্প্রদায় আছে তার মধ্যে আমি একজন
আমি রতন মাঝি নৌকায় যাত্রী পারপার করে কোন রকম দিন টা চলে যায় আর কি
মদন পুর গ্রামে মুক্তি বাহিনী টেনিং নিচ্ছে আমিও বেশ কয়েক দিন টেনিং এর পর মুক্তি বাহিনীতে যোগদান করলাম
দিনু মাঝি এসে খবর দিল কাল পাক বাহিনীরা আমাদের গ্রামে আক্রমন করতে পারে।তাই সেদিন রাত জেগে পরিকল্পনা করমাল কিভাবে ওদের প্রতিরোধ করব
পর দিন ওরা আসতেই আমরা গেরিলা আক্রমন শুরু করি আমরা ওদের ওপর ভারী মটারের গোলা বর্ষন করতে থাকি
আমাদের যোদ্ধারা ওদের সাথে সামনে থেকে
আক্রমন করতে থাকে এক পর্যায়ে আমাদের দুই জন যোদ্ধা গুলি বিদ্ধ হয়
গ্রাম বাসী ও মুক্তি বাহিনীর সমন্ময়ে আমরা আমাদের গ্রামকে শত্রু মুক্ত করি
তার পর বিভিন্ন গ্রাম থেকে সংবাদ আসতে লাগলো যে তাদের প্রতিরোধের মুখে পাক বাহিনী পিছু হটেছে
এই ভাবে এক পর্যায়ে আমাদের কাংখিত বিজয় আর্জন হল
লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত হল আমাদের স্বাধীন স্বদেশ
বিজয়ের লাল সবুজের পতাকা উড়তে লাগলো দিকে দিকে
রাজ পথে সেদিন আমরা লাল সবুজের পতাকা নিয়ে বিজয় মিছিল করলাম এক অন্য রকম শান্তির সুবাতাস বয়ে যাচ্ছে চারিদিকে
জয় বাংলা জয় বাংলা সবার মুখে একটিই কথা
এটাই ছিল এক বিজয়ের গল্প গাঁথা
No comments:
Post a Comment