"ছোট বেলা"
শুভ জিত দত্ত
হৈচৈ লাফালাফি আর দুষ্টুমিতে ভরা,
বড়ই অদ্ভুত ছোট বেলা।
দুষ্টুমিতে কাটত সাড়া দিন করতাম অনেক হৈচৈ,
কোথায় যেন হারিয়ে গেল আমাদের সেই ছোট বেলা।
অন্যায় করলেই জুটত মায়ের হাতের মার আর বকুনী,
কতনা সুন্দর সেই ছোট বেলা।
আর ফিরে পাবনা জানি,
তবু বার বার মনে পড়ে যায় সেই ছোট বেলার কাহিনী।
যদি ফিরে পেতাম সেই দুষ্টুমি আর হাসি কান্নায় ঘেরা সেই ছোট বেলা।।
শুভ জিত দত্ত
হৈচৈ লাফালাফি আর দুষ্টুমিতে ভরা,
বড়ই অদ্ভুত ছোট বেলা।
দুষ্টুমিতে কাটত সাড়া দিন করতাম অনেক হৈচৈ,
কোথায় যেন হারিয়ে গেল আমাদের সেই ছোট বেলা।
অন্যায় করলেই জুটত মায়ের হাতের মার আর বকুনী,
কতনা সুন্দর সেই ছোট বেলা।
আর ফিরে পাবনা জানি,
তবু বার বার মনে পড়ে যায় সেই ছোট বেলার কাহিনী।
যদি ফিরে পেতাম সেই দুষ্টুমি আর হাসি কান্নায় ঘেরা সেই ছোট বেলা।।
No comments:
Post a Comment