শরৎ মানে শারদ উৎসব
সাদা মেঘ আর কাশ ফুলে ছেয়ে গেছে চারি দিক
প্রকৃতি আজ নতুন রুপে সেজে উঠছে,
ঢাকে পরল কাটী আর মন মাতানো পূজোর গন্ধ যেন আমাকে পাগল করে দেয় সারা ক্ষণ,
ছেলে বেলার দিন গুলোর কথা যেন মনে পড়ে যায় বারে বারে বাবু দের বাড়ির পূজো দেখতে ছুটে যেতাম ক্ষণে ক্ষণে,
কত না হাসি আনন্দ আর হৈচৈ করে কেটেছে সেই ছেলে বেলার উৎসবের দিন গুলি।।শুভ জিত দত্ত।।
সাদা মেঘ আর কাশ ফুলে ছেয়ে গেছে চারি দিক
প্রকৃতি আজ নতুন রুপে সেজে উঠছে,
ঢাকে পরল কাটী আর মন মাতানো পূজোর গন্ধ যেন আমাকে পাগল করে দেয় সারা ক্ষণ,
ছেলে বেলার দিন গুলোর কথা যেন মনে পড়ে যায় বারে বারে বাবু দের বাড়ির পূজো দেখতে ছুটে যেতাম ক্ষণে ক্ষণে,
কত না হাসি আনন্দ আর হৈচৈ করে কেটেছে সেই ছেলে বেলার উৎসবের দিন গুলি।।শুভ জিত দত্ত।।
No comments:
Post a Comment