মা''
শুভ জিত দত্ত
কতনা স্নেহ ভালবাসা দিয়ে
বড় করেছিলে আমায় তুমি মা,
ছোট বেলাতে যে বাবা হারিয়েছি
কখনো বুঝতে দাও না তুমি মা,
তোমার কোলে মাথা রাখলে যে মা ভুলে যেতাম শত যন্ত্রনা আর কষ্ট,
তুমি যখন রেখেছো মা আমায় মাথায় হাত
নিমিষে যত চিন্তা গুলো কোথায় যেন হারিয়ে যায়,
একটি কথায় বলব শেষ মা
আমায় পাশে থেক তুমি সারা জনম ভর।।
শুভ জিত দত্ত
কতনা স্নেহ ভালবাসা দিয়ে
বড় করেছিলে আমায় তুমি মা,
ছোট বেলাতে যে বাবা হারিয়েছি
কখনো বুঝতে দাও না তুমি মা,
তোমার কোলে মাথা রাখলে যে মা ভুলে যেতাম শত যন্ত্রনা আর কষ্ট,
তুমি যখন রেখেছো মা আমায় মাথায় হাত
নিমিষে যত চিন্তা গুলো কোথায় যেন হারিয়ে যায়,
একটি কথায় বলব শেষ মা
আমায় পাশে থেক তুমি সারা জনম ভর।।
No comments:
Post a Comment